দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী প্রেস ক্লাবের ২০২৫-২৬ বর্ষের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বসম্মতি ক্রমে (কণ্ঠ ভোটে) দৈনিক ইনকিলাব প্রতিনিধি ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু শহীদকে সভাপতি এবং দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্সকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ১৩ সদস্যের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় ফুলবাড়ী প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের সহসভাপতি মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে দ্বি-বার্ষিক সাধারণ সভায় কন্ঠ ভোটে ২০২৫-২৬ বর্ষের ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।
ফুলবাড়ী প্রেস ক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেস ক্লাবের একসঙ্গে পথচলার প্রত্যয়ে দুই প্রেস ক্লাব একত্রিত হয়ে ফুলবাড়ী প্রেস ক্লাবের দুই বছর মেয়াদি এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে দৈনিক সমকাল প্রতিনিধি সহকারী অধ্যাপক আজিজুল হক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে যায়যায়দিন প্রতিনিধি মো. রজব আলী, কোষাধ্যক্ষ পদে খোলা কাগজ প্রতিনিধি মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে আজকের পত্রিকা প্রতিনিধি মেহেদী হাসান।
এছাড়া দপ্তর-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক সংবাদ প্রতিনিধি আশরাফ পারভেজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে কালের কণ্ঠ প্রতিনিধি আনোয়ার সাদাত মণ্ডল, পাঠাগার সম্পাদক পদে দৈনিক কালবেলা প্রতিনিধি রীতা রানী কানু, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে দৈনিক আওয়ার বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম, নির্বাচিত তিনজন কার্যনির্বাহী সদস্য হলেন, সিনিয়র সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা, মো. আব্দুল কাইয়ুম ও আনন্দ কুমার গুপ্ত।
কেকে/এএস