জামালপুরের ইসলামপুরে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র অষ্টমী স্নানোৎসব শুরু হয়েছে। স্নানোৎসব উপলক্ষ্যে জামালপুরের ইসলামপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী অষ্টমী মেলা।
জানা গেছে, পাপ থেকে মুক্তি লাভ আর পুণ্য লাভের আশায়, শনিবার (৫ এপ্রিল) ভোর থেকে জামালপুরের ইসলামপুর পাইলিং ঘাটে ব্রহ্মপুত্র নদের তীরে অষ্টমী স্নানে অংশ নেয় হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য নারী ও পুরুষ।
অষ্টমী স্নানে অংশ নিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুণ্যার্থীরা জমায়েত হয় ব্রহ্মপুত্র নদের তীরে। অপরদিকে অষ্টমী স্নান উপলক্ষ্যে প্রতি বছরের মতো এবার শহরের অষ্টমী ঘাটে বসেছে অষ্টমী মেলা।
গ্রামবাংলার ঐহিত্যবাহী নাড়ু, গজা, সাজ-ঝুড়ি, জিলাপি, মিষ্টির দোকান ছাড়াও বিভিন্ন পসরা স্থান পেয়েছে অষ্টমী মেলায়।