হিন্দু সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান লাঙ্গবন্দের অষ্টমী পুণ্যস্নান পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. কর্ণেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই। আশেপাশে চেয়ে দেখুন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যুগ যুগ ধরে এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান মিলেমিশে থাকে। এখানে কারো কোনো ভেদাভেদ নেই। আমরা সবাই বাংলাদেশি।
শনিবার (৫ এপ্রিল) নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে পুণ্যস্নান পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, অনেকে নানা কারণে মিথ্যা সংবাদ রটায়। আপনারা সত্য সংবাদ দেবেন। অনেকে মিথ্যা সংবাদ রটিয়ে বিশৃঙ্খলা ঘটাতে চায়। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা সত্যটা দিয়ে আমাদের পাশে থাকবেন। তবে আমাদেরও ভুল থাকলে তাও দেবেন।
শনিবার সকাল সাড়ে ১১টায় তাকে লাঙ্গলবন্দ এলাকায় তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন-পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন, জেলা সিভিল সার্জন আ ফ ম মুশিউর রহমান, পুজা উদযাপন পরিষদের নেতা শিপন সরকার শিখন, জয় কে রায় চৌধুরী।
কেকে/এআর