ঈদ পরবর্তী কর্মস্থলে ফেরা যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলার ঝুমুর মোড়, উত্তর তেমুহুনি, কেন্দ্রীয় বাস টার্মিনাল, রামগঞ্জ ও রায়পুর বাস কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে শহরের বাসটার্মিনাল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ সময় যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া গ্রহণের অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে ঢাকা এক্সপ্রেস, স্টারলাইন বাস সার্ভিস, ইকোনো বাস সার্ভিস, জোনাকি পরিবহন ও আল আরাফাহ পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী পৃথক মামলায় মোট ৫৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে রায়পুরে চারটি বাস কাউন্টারকে ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় পৃথক অভিযান চালিয়ে চেয়ারকোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও শাহী পরিবহনকে অর্থদণ্ড দেওয়া হয়। অভিজানে জেলা বিআরটিএর পরিদর্শক কামরুজ্জামান, যৌথবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে পৌর শহরের বাস কাউন্টারগুলোতে অভিযান পরিচালনা করে চারটি বাস কাউন্টার ও সিএনজিকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোগান্তি ছাড়া সবাই যেন কর্মস্থলে ফিরতে পারেন সে লক্ষ্যে অভিযান।
কেকে/এএস