ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস পরকীয়ার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। সম্প্রতি একটি ঈদ-পরবর্তী টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, পরকীয়া বন্ধ করতে হলে এমন আইন করা উচিত, যাতে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।
অনুষ্ঠানে র্যাপিড ফায়ার পর্বে উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন—যদি তার হাতে সুপার পাওয়ার থাকত, তবে তিনি কী করতেন? জবাবে অপু বলেন, পরকীয়াটা বন্ধ করতাম। এমন আইন করতাম, যেন পরকীয়া করলে প্রকাশ্যে পাথর ছুড়ে মারা হয়।
এর আগেও পরকীয়ার বিরুদ্ধে কথা বলেছেন এই অভিনেত্রী। গত বছরের এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছিলেন, এখনকার সমাজে পরকীয়ার প্রবণতা বেড়ে গেছে। স্বামী বা স্ত্রী থাকার পরও অনেকে অন্য সম্পর্কে জড়াচ্ছে। এতে পরিবার, সমাজ—সবকিছু ভেঙে যাচ্ছে।
তিনি আরো বলেন, ফেসবুক, মেসেজ বা অন্যান্য মাধ্যমে অনেকে প্রলোভিত হচ্ছে। এটা সমাজের জন্য ভয়ঙ্কর।
অনুষ্ঠানে নিজের এক অভ্যাসের কথা উল্লেখ করে অপু বলেন, মানুষকে খুব সহজে বিশ্বাস করি, মনের সব কথা বলে ফেলি। এটা বদলানো দরকার।
তারকাদের নিয়ে মন্তব্য করতে গিয়ে শাকিব খানকে ‘সৃষ্টিশীল ও ব্যবসায়ী’, মৌসুমীকে ‘অ্যাডরেবল হট’ এবং আফরান নিশোকে ‘একটু দাম্ভিক’ বলে উল্লেখ করেন অপু বিশ্বাস।
কেকে/এএম