রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
২৩ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা       সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা      শরীয়তপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ      যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্ক আরোপ চীনের      রোগীতে ঠাসা পঙ্গু হাসপাতাল      আইএমএফের প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে      হাসিনাকে চায় বাংলাদেশ, সুসম্পর্ক চায় ভারত      
গ্রামবাংলা
ঈশ্বরগঞ্জের ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নান করতে এসে পুণ্যার্থীর মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৫:৫৮ পিএম আপডেট: ০৫.০৪.২০২৫ ৬:০৩ পিএম  (ভিজিটর : ৮০)
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদে অষ্টমীর স্নানোৎসব পালন করতে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামে এক সনাতন ধর্মাবলম্বীর মৃত্যু হয়েছে।
 
শনিবার (৫ এপ্রিল) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার এসআই সামিউল ইসলাম। রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের রাজ কুমার চন্দ্র দের ছেলে।

লাঠিয়ামারি এলাকায় গিয়ে নিহতের পরিবার, পুলিশ ও স্নান করতে আসা পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে পরিবারের লোকজন নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নান আসেন রাম লাল চন্দ্র দে।

সকাল সাড়ে ১০টার দিকে পুণ্য স্নান করে পাড়ে ওঠেন রাম লাল। ক্রাচে ভর দিয়ে বাড়ির উদ্দেশে গাড়িতে উঠার জন্য রওনা হন রাম লাল। এমন সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তিনি মারা যান। রাম লাল দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাম লালের ছেলে স্বপ্নীল চন্দ্র দে বলেন, 'বাবা আগে থেকেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন। স্নান করে উঠতেই তিনি মারা যান। এখন  মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে আমাদের ধর্মীয় রীতি অনুযায়ী শবদাহ করা হবে।

উপস্থিত লোকজন, পুলিশ ও পরিবারের প্রাথমিক ধারণা, স্নান করতে এসে স্টোক করে তার মৃত্যু হয়েছে। স্নান করতে এসে রাম লালের মৃত্যুর খবর পেয়ে দেখতে আসেন ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনিসহ দলীয় নেতাকর্মীরা। এ সময় মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া ও শবদাহ করার জন্য আর্থিক সহায়তাও করেন মাজেদ বাবু।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, স্নান করতে আসা রাম লালের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কেকে/এএস

 



মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মোবাইল বনাম টেলিভিশন সাংবাদিকতা
বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
ভোট কেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা
লাখাইয়ে দেশসেরা হাফেজ মুহিবুল্লাহকে সংবর্ধনা প্রদান
উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
মোবাইল বনাম টেলিভিশন সাংবাদিকতা
আওয়ামী লীগের কার্যালয় এখন ফার্নিচার কারখানা
ঘোড়ার গাড়িতে ইমাম জিল্লুর রহমানকে রাজকীয় বিদায়
সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close