ভারতের লোকসভায় বিতর্কিত ওয়াকফ বিল পাস হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
শনিবার (৫ এপ্রিল) দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে বলেন, এই বিল ভারতের সংবিধান, ফেডারেল কাঠামো এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার পরিপন্থি।
তিনি অভিযোগ করেন, ভারতের মুসলিম জনগোষ্ঠীকে নিঃস্ব করতেই ওয়াকফ বিল লোকসভায় পাস করানো হয়েছে। বিরোধী দলসমূহ ও মুসলমানদের প্রবল আপত্তি উপেক্ষা করে এ বিল পাস করা মুসলিম বিদ্বেষী আগ্রাসনেরই প্রতিফলন।
বিবৃতিতে বলা হয়, নতুন আইনের ফলে মুসলমানদের শত শত বছর ধরে চলে আসা ওয়াকফ সম্পত্তির ওপর ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে অমুসলিমদের ওয়াকফ বোর্ডে সদস্য এবং প্রধান নির্বাহী হওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি মুসলিম ধর্মাচার ও ঐতিহ্যের ওপর ‘গুরুতর আঘাত’ বলে মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, ওয়াকফ সম্পত্তির ব্যবহারের ভিত্তিতে অধিকার প্রতিষ্ঠার সুযোগ এখন বিলুপ্তির পথে। এই বিল একদিকে ভারতের সংবিধান বিরোধী, অন্যদিকে মুসলমান জনগোষ্ঠীর ধর্মাচরণের পরিপন্থি। এই বিল ভারতের যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামোর ওপরও বড় আঘাত।
তিনি আরো বলেন, বিজেপি ও মোদির সরকার দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে। মুসলমানদের নিরাপত্তাহীন ও ক্ষমতাহীন করে দেওয়ার এক পরিকল্পিত প্রক্রিয়া এই আইন।
বিবৃতিতে বিজেপি সরকারকে ‘মুসলিম বিদ্বেষী ও বিভাজন সৃষ্টিকারী’ তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
কেকে/এএম