রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
২৩ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
শিরোনাম: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা       সন্ধ্যায় জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা      শরীয়তপুরে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, শতাধিক হাতবোমা বিস্ফোরণ      যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্ক আরোপ চীনের      রোগীতে ঠাসা পঙ্গু হাসপাতাল      আইএমএফের প্রতিনিধি দল আজ ঢাকায় আসছে      হাসিনাকে চায় বাংলাদেশ, সুসম্পর্ক চায় ভারত      
গ্রামবাংলা
লাখাইয়ে দেশসেরা হাফেজ মুহিবুল্লাহকে সংবর্ধনা প্রদান
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ৭:৩৪ পিএম  (ভিজিটর : ৭৭)
প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুমকে সংবর্ধনা প্রদান করছে লাখাই উপজেলা প্রেস ক্লাব।

প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুমকে সংবর্ধনা প্রদান করছে লাখাই উপজেলা প্রেস ক্লাব।

পিএইচপি কুরআনের আলো-২০২৫ প্রতিযোগিতায় দেশসেরা হয়ে প্রথম স্থান অর্জনকারী হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুমকে সংবর্ধনা প্রদান করেছে লাখাই উপজেলা প্রেস ক্লাব।

শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংবর্ধিত হাফেজ মুহিবুল্লাহ মাসুম। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক।

এতে প্রধান অতিথি ছিলেন—লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন—লাখাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মো. ফরিদ, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, জাতীয় দৈনিক খোলা কাগজের সহসম্পাদক শিপার মাহমুদ, প্রবীণ সাংবাদিক দেবাশীষ আচার্য্য, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিয়া মোহাম্মদ লাইয়েছ, বুল্লা ইউনিয়ন বিএনপির সহসভাপতি হারিছ তালুকদার, সংবর্ধিত হাফেজের পিতা হাফিজুল ইসলাম, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আশিক আহমেদ রাজিব এবং প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুনাইদ চৌধুরী প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে হাফেজ মুহিবুল্লাহর প্রতিভা, পরিশ্রম এবং এই অসাধারণ অর্জনের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, হাফেজ মুহিবুল্লাহ শুধু লাখাইয়ের নয়, পুরো দেশের গর্ব। তার এই কীর্তি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা আশা করি, সে আগামীতেও কোরআনের খেদমতে নিজেকে সম্পৃক্ত রাখবে এবং দেশ-বিদেশে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দেবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল মোতালিব খান, সামছুল ইসলাম শমসু, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি মনর উদ্দিন মনির, হবিগঞ্জের মুখ পত্রিকার প্রতিনিধি নিতেশ দেব, প্রেস ক্লাব দফতর সম্পাদক সজল গোপ, সদস্য জিহাদ কামাল খোকন, এসএম জুবায়ের আহমেদ, আব্দুল হান্নান, আশিক আহমেদসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও প্রেস ক্লাব নেতৃবৃন্দ হাফেজ মুহিবুল্লাহর হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

কেকে/এএম

আরও সংবাদ   বিষয়:  লাখাই   দেশসেরা হাফেজ   মুহিবুল্লাহ   সংবর্ধনা প্রদান  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মোবাইল বনাম টেলিভিশন সাংবাদিকতা
বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
ভোট কেন্দ্রে গুলি চালানোর ঘটনায় সাত বছর পর মামলা
লাখাইয়ে দেশসেরা হাফেজ মুহিবুল্লাহকে সংবর্ধনা প্রদান
উন্নত চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার
মোবাইল বনাম টেলিভিশন সাংবাদিকতা
আওয়ামী লীগের কার্যালয় এখন ফার্নিচার কারখানা
সখীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন
ঘোড়ার গাড়িতে ইমাম জিল্লুর রহমানকে রাজকীয় বিদায়

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close