ঢাকার দোহার থানার জয়পাড়া উপজেলা প্রেস ক্লাবের সামনে ফারুক আহমেদ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
শনিবার (৫ এপ্রিল) রাত আনুমানিক সোয়া দশটার দিকে ফারুক আহমেদ উপজেলা পরিষদ মার্কেটের সামনে থেকে রিকশা যোগে দক্ষিণ জয়পাড়া পশু হাসপাতালের সামনে যাওয়ার পথে এ ঘটনা ঘটেছে।
আহতের স্বজনরা জানান অতর্কিতভাবে তিনজন যুবক ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা আহত অবস্থা ফারুককে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শিউলি আক্তার তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজে পাঠায়। দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি ছুরি উদ্ধার করে।
জানা গেছে, আহত ফারুক আহমেদ দোহার পৌরসভা ৫নং ওয়ার্ডের আলী হোসেনের ছেলে ও দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছেরের ভাতিজি জামাই। সে দীর্ঘ বছর ধরে বিএনপির রাজনীতি করেন। ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছে। এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো. নূর নবী বলেন, রাতেই সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছি এবং এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/এএস