রাজধানীর মোহাম্মদপুর এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের সাঁড়াশি অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এর আগেও বেশ কয়েকটি অভিযানে একাধিক অপরাধীদের গ্রেফতার করে পুলিশ।
রোববার ( ৬ এপ্রিল) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান এসব তথ্য জানান।
তিনি আরো জানান রমজান মাস থেকে শুরু করে এখন পর্যন্ত পুলিশের এই বিশেষ অভিযান চলছে। অপরাধী নির্মূলের চেষ্টায় কাজ করছে পুলিশ। ইতিমধ্যে কয়েকটি স্থান শনাক্ত করা হয়েছে যে-সব স্থানে অপরাধীদের আনাগোনা বেশি, সে-সব এলাকায়ও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। সর্বশেষ শনিবার ও রোববার ১৫ জনকে গ্রেফতার করা হয়। এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানা যায়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯ জন এবং দ্রুত বিচার আইনের দুজন ডিএমপি তিনজন পরোয়ানা একজন এই মোট ১৫ জনকে, গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, রুবেল, মুরাদ, মিরাজ, সাম, মুনসুর, আরিফ, মন্টি পাটোয়ারী, জামিল, সজল, রাসেদ, শোয়েব, তাহিদুল, মাহ্ফুজ ও আরিফ। এরা মাদক ছাড়াও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
কেকে/এএস