ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পঞ্চগড়ের আটোয়ারীতে দুটি পরিবহন কাউন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ এপ্রিল) সন্ধায় উপজেলার ফকিরগঞ্জ বাজারে পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদসহ সেনাবাহিনীর একটি চৌকশ টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আটোয়ারীতে ঈদকে ঘিরে ঢাকাগামী বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং বিআরটিএ কর্তৃক নির্ধরিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে না থাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪-এর ৪ ধারা মোতাবেক আটোয়ারী উপজেলার হানিফ কাউন্টারে ১০ হাজার ও শাহ আলী পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়ার টাকা যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) (অ.দা.) এস.এম ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশে বিভিন্ন পরিবহণের যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএম