ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ হাজার ৫০০ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ দিচ্ছেন উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। বিষয়টি নিশ্চিত করে মাজেদ বাবু জানান, ঈশ্বরগঞ্জের ৫ হাজার ৫০০ জন এসএসসি পরিক্ষার্থীর হাতে আমার নেতা তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিচ্ছি। উপহার হিসেবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য থাকছে একটি ট্রান্সপারেন্ট ফাইল, দুইটি কলম, একটি স্কেল, একটি পেন্সিল, একটি ইরেজার এবং একটি সার্পনার।
তিনি আরো বলেন, আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষিত ব্যক্তি দেশকে এগিয়ে নেয়, দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেয়। শিক্ষিত ব্যক্তি দেশের বা রাষ্ট্রের সুনাগরিক। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। তাই আমাদের দায়িত্ব একটা সুশিক্ষিত প্রজন্ম তৈরি করা। সেই দায়িত্ববোধ থেকেই আমার নেতা তারেক রহমানের পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছি।
উল্লেখ্য যে, প্রত্যেক শিক্ষার্থীকে ১১০ টাকার শিক্ষা উপকরণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষা উপকরণ ক্রয় ও আনুষাঙ্গিক খরচসহ ৫ হাজার ৫০০ জন শিক্ষার্থীর পেছনে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয় করছেন লুৎফুল্লাহেল মাজেব বাবু। এদিকে শিক্ষার মান উন্নয়নে মাজেদ বাবুর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তার ভূয়সী প্রশংসা করেছেন উপজেলার বাসিন্দাসহ নেটিজনরা।
কেকে/এএম