শরীয়তপুরের জাজিরার বিলাসপুরে দুই পক্ষের সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। জাজিরা থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার দাস বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় ৮৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) এই মামলায় মূল আসামি কুদ্দুস বেপারীসহ সাত জনকে গ্রেফতার করা হয়।
শনিবার (৫ এপ্রিল) সকালে উপজেলার মুলাই বেপারীকান্দি এলাকায় কুদ্দুস বেপারী ওরফে বোমা কুদ্দুস ও জলিল মাদবরের সমর্থকদের মাঝে এ সংঘর্ষ হয়। সে সময় উভয় পক্ষের মধ্যে বিপুল পরিমাণ হাত বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় ১৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বোমার আঘাতে মারুফ মাল (২৫) নামে এক তরুণের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। হাসান মুন্সি (৫০) নামের এক ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে।
জাজিরা থানার ওসি জানান, বিলাসপুরের আতঙ্ক ঘটনার মূল আসামি বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাজিরা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস বেপারী র্যাবের হাতে আটক হয়েছে।
তিনি বলেন, বিলাসপুরের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। ওই মামলায় দুই পক্ষের ৮৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার আসামি কুদ্দুস বেপারীকে র্যাব আটক করেছে। তাকে এখনো পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়নি। ওই মামলার এজারভুক্ত ৮ আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়েছে।
কেকে/এএম