মৌলভীবাজারের সদর উপজেলার শ্যামেরকোনা গ্রামে ছেলে-মেয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন মুসলিম মিয়া (৪৭) নামে এক ব্যক্তি।
শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা নিহতের সন্তান—ছেলে মুন্না মিয়া (২৩) ও মেয়ে মুন্নি আক্তার (২১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে মুন্না ও মুন্নি তাদের বাবাকে ধারাল দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এরপর মুসলিম মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সন্তানরা চিকিৎসকদের জানান, তিনি গাছ থেকে পড়ে আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু পথেই তার মৃত্যু হয়।
মৃতদেহ বাড়িতে ফিরলে স্থানীয়দের সন্দেহ হয় এবং তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
স্থানীয়রা এ সময় মুন্নি আক্তারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তবে তার ভাই মুন্না মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলে ও মেয়ে মিলে তাদের বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
কেকে/এএম