ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই জন টপ রেটেড ফ্রিল্যান্সার ইসায়েলি জনপ্রিয় প্লার্টফর্ম ফাইভার অ্যাকাউন্ট ডিলিট করে দেয়।
সোমবার (৭ এপ্রিল ২০২৫) চবি শিক্ষার্থী ফাহিম আজাদ তার ৪.৩ রেটিং পাওয়া ফাইভার একাউন্টটি ডিলিট করার বিষয়টি নিশ্চিত করেন। একই সাথে লেভেল-১ সেলার হতে যাওয়া গাজী মোস্তাকিমও ফাইভার বয়কট করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ ফাহিম আজাদ বলেন, "চারদিকে অনলাইন ইনকামের মোটিভেশান পেয়ে খুব ধীর গতিতে এ পথে হাঁটছিলাম। স্বল্প সময়ে মোটামুটি সফলও হয়েছিলাম বলা যায়। তবে যে ইনকামে আমার নির্যাতিত মুসলিম ভাইয়ের রক্ত, সে ইনকাম আমি স্বজ্ঞানে -স্বেচ্ছায় বয়কট করলাম। ৪.৩ রেভিউ পাওয়া ফাইভার একাউন্ট ডিলেট করে দিলাম। নিশ্চয় আল্লাহ এর চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ।"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গাজী মোস্তাকিম জানান, "ইসরায়েলি অ্যাপস ফাইভারকে বয়কট করলাম। ফাইভার একাউন্টটা গ্রো হওয়া শুরু করছিল। আর কয়েকদিন পর লেভেল-১ সেলার হতে পারতাম। কিন্তু, আমি এটা বয়কট করেছি কারণ এটা ব্যবহার করলে হাশরের ময়দানে আমি আমার ফিলিস্তিনি ভাইদেরকে কোনো জবাব দিতে পারব না।"
উল্লেখ্য, এই দুই জনই ফ্রিল্যান্সারই ফাইভার থেকে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতেন। ইসরায়েলি অ্যাপস হওয়ায় তারা তা বয়কটের সিদ্ধান্ত নেন। এখন কী করে চলবেন জিজ্ঞেস করলেন তারা জানান, নিশ্চয় আল্লাহ এর চেয়ে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন, ইনশাআল্লাহ।
কেকে/এআর