নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন মারা গেছেন।
আজ সোমবার (৭ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আহাম্মদ আলী রেজা রিপন সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোটভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।
রিপনের আত্মীয়-স্বজনরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ চুনকা ভবনে ছুটে যাচ্ছেন।
কেকে/এআর