পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলীর ৬টি গরু চুরি হয়েছে। সম্প্রতি গোয়াল ঘরের গেটের তালা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ৬টি গরু চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মুল্য প্রায় ছয় লাখ টাকা।
বাড়ির মালিক বাহাদুর আলীর জানান, ঈদের আগের দিন রোববার (৩০ মার্চ) রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলী প্রতিদিনের ন্যায় তার ৬টি গরু গোয়ালঘরে রেখে তালা মেরে ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে তার ৬টি গরু চুরি হয়েছে। পরে এলাকায় অনেক খুঁজাখুঁজি করার পরও তার চুরি যাওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি।
বাড়ির মালিক বাহাদুর আলীর জানান, ঈদের আগের দিন রাতে গরুগুলো খাওয়া শেষ করে গোয়ালঘরে রেখে তালা মেরে দিই।
গভীর রাতে সংঘবদ্ধ চোররা আমার গোয়ালঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি করে নিয়ে যায়। এই অভাবের সময় আমার গরু চুরি করে নিয়ে গেছে এতে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।
কেকে/এএস