রাজবাড়ীর পাংশায় ভেজাল দুটি আখের গুড় তৈরির কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ এপ্রিল) বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি এলাকায় দুটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম।
এ সময় দুটি কারখানা থেকে ১ হাজার ড্রামভর্তি গুড় এবং উৎপাদনে ব্যবহৃত কেমিক্যাল বিনষ্ট করা হয়।
সেই সঙ্গে ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত একজনকে আটকের পর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিত ফারুক শেখ মানিকগঞ্জ জেলার আলমাস শেখের ছেলে।
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামে শেখ নাসবিহীন দুটি গুড়ের কারখানায় দীর্ঘ দিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে কেমিক্যাল ব্যবহার করে ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করে আসছিল। এমন খবর পেয়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানা থেকে ১ হাজার ড্রাম ভেজাল গুড় ও কেমিক্যাল ধ্বংস করা হয়।
সুলতানা আক্তার আরো বলেন, ভেজাল গুড় উৎপাদনের সঙ্গে জড়িত একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আগামীতেও এ অভিযান চলমান থাকবে।
কেকে/এএস