প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:১৪ পিএম (ভিজিটর : ৫৫)
ছবি: প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ফিলিস্তিনির গাজায় মুসলিমদের নির্মম গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সর্বস্তরের জনগণ।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে কাঁঠালিয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে অবস্থান কর্মসূচি পালিত হয়।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান আয়োজকরা।
ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন ছাত্র-জনতা। এ সময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে।