সোমবার (৭ এপ্রিল) পাংশার সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ মিছিল নিয়ে পাংশা সরকারি কলেজ প্রদক্ষিণ শেষে শহরের কালীবাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সাবেশ করেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সব ব্যবসায়ীদের ইসরায়েলি পণ্য বিক্রয় না করার জন্য এবং সব মানুষকে ইসরায়েলি পণ্য ক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।
পরিশেষে ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ হয়।