কুষ্টিয়ায় ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান ধ্বংসযজ্ঞের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় কুষ্টিয়ার সর্বস্তরের জনতার ব্যানারে কুষ্টিয়া ইসলামিয়া কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌড়হাস মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলকারীরা ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই, ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো আমরা সবাই নবীর সেনা ভয় করি না বুলেট বোমা, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো,বলে স্লোগান দেন।
কুষ্টিয়ার সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় মিছিলকারীদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, বিক্ষোভ মিছিল শেষে গাজার শহিদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
কেকে/এএস