গাজীপুরের টঙ্গীতে একটি আবাসন প্রকল্পের ভিতরের খোলা মাঠে ছুরিকাঘাতে আলীমুল (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা এলাকায় উত্তরা প্রবর্তন সিটিনামক আবাসন প্রকল্পের ভিতরে এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে।
নিহত আলীমুল নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কলিমুদ্দিনের ছেলে। তিনি মুদাফা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার রাতে উত্তরা প্রবর্তন সিটি নামের একটি আবাসন প্রকল্পের মাঠে চিৎকার শুনে এগিয়ে গিয়ে আলীমুলকে গুরুতর আহত অবস্থায় দেখে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা রেজওয়ান জানান, আমার ভাতিজা মুদাফা এলাকার একটি গার্মেন্টসে চাকরি করেন। সোমবার থেকে তার অফিস খোলা। তাই একদিন আগেই আলীমুল বাড়ি থেকে টঙ্গীতে আসেন। এরপর রাতে তার মৃত্যুর সংবাদ পাই।
টঙ্গী পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
কেকে/এএস