সোমবার, ৭ এপ্রিল ২০২৫,
২৪ চৈত্র ১৪৩১
বাংলা English

সোমবার, ৭ এপ্রিল ২০২৫
শিরোনাম: প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বত জয় বাবর আলীর      গাজায় নৃশংসতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ      গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ চলছে, নিহত অর্ধশতাধিক      চমকের অপেক্ষায় বাংলাদেশ       গত ১৫ বছরে অনেক চেষ্টা হয়েছে, আমি বিএনপিকে ভাঙতে দেইনি      বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি      বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা       
গ্রামবাংলা
সাবেক মেম্বারের হয়রানি শিকার সেবাগ্রহীতারা
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৫:১৪ পিএম  (ভিজিটর : ৪২)

ভানি কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ পড়েছে দেবিদ্বার উপজেলার সীমান্তে। পাশে চান্দিনা উপজেলার সীমান্ত।

ভানি ইউনিয়ন পরিষদ যেন হয়ে উঠেছে কয়েকজন অসাধু লোকের আয়েরস্থল। পরিষদে জন্ম নিবন্ধন, খাজনা-খতিয়ানসহ অন্যান্য কাজে টাকা দিতে হয় কয়েকজন নেতাকে।

তাদের মধ্যে আব্দুল আউয়াল একজন। তিনি ভানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও এ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। সম্প্রতি সরজমিনে ভানি ইউনিয়ন পরিষদ এলাকা ঘুরে তার এসব কাজের অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়নটির অন্তত ১৫ জন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে জানা গেছে, ভানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ সমর্থিত। একই সাথে তিনি জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যা মামলার আসামি। তার এই সুযোগকে কাজে লাগিয়ে ৫ আগস্টের পর ভানি ইউনিয়ন পরিষদে আখড়া গেড়েছেন আব্দুল আউয়ালসহ তার অনুসারীরা। আউয়ালের বাড়িও ইউনিয়ন পরিষদের অদূরে। এজন্য পরিষদ এলাকায় সব সময় ঘুরঘুর করেন একপ্রকার স্বাচ্ছন্দে। এখন সবার প্রশ্ন? সবসময় একজন সাবেক ইউনিয়ন পরিষদ মেম্বারের ইউনিয়ন পরিষদে কাজ কী?

ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আমি একটি জন্মনিবন্ধন করার জন্য পরিষদে গিয়েছিলাম। সেখানে সচিব ছিল না। সচিব পার্শ্ববর্তী ইউনিয়নে গিয়েছে। তখন আমি বাহিরে দাঁড়িয়ে ছিলাম। একজন গ্রাম পুলিশ এসে বলে দ্রুত জন্মনিবন্ধন করতে চাইলে আউয়াল মেম্বারের কাছে যান। তিনি কোনো ঝামেলা ছাড়াই আপনার এই কাজ করে দিতে পারবে। আমি ওনার সাথে যোগাযোগ করলে তিনি আমার কাছে  ১ হাজার টাকা চেয়েছেন।

আলী আকবর বলেন, পরিষদে গিয়েছিলাম একটা বিশেষ কাজে। কাজে দেরি হবে বলে একজন অচেনা লোক। তিনি আমাকে আউয়াল মেম্বারের সঙ্গে কথা বলতে বলেন। আমি আউয়াল মেম্বারকে ফোন দিয়ে আমার সমস্যার কথা বলি। তিনি আমাকে বলেছেন কাজ করা যাবে টাকা বেশি লাগবে।

ভানি ইউনিয়ন পরিষদের এক মেম্বার ও গ্রাম পুলিশসহ কয়েকজন বলেন, আমরা আউয়াল মেম্বারের হাতে জিম্মি। তিনি এই পরিষদকে তার বাড়িঘর মনে করেন। এভাবে চলতে থাকলে ভানি ইউনিয়ন পরিষদে জনগণ তার সেবা থেকে বঞ্চিত হবে।

অভিযোগ অস্বীকার করে আব্দুল আউয়াল বলেন, আমি কিছু করিনি এবং জানি না। যারা এসব বলেছেন তারা মিথ্যা ছড়াচ্ছেন আমার বিরুদ্ধে।

১২নং ভানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন ভুঁইয়া বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, এই ধরনের অভিযোগ আমার এখন পর্যন্ত পাইনি।

কেকে/ এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আঞ্জুমানে আশেকানে মুস্তাফার (সা.) উদ্যোগে বার্ষিক ওরশ মাহফিল অনুষ্ঠিত
গাজায় মুসলিম হত্যা বন্ধ করতে হবে: ড. ইকবাল
কুমিল্লায় কেএফসির আউটলেটে হামলা ও ভাঙচুর
সিলেটে কেএফসি-বাটা-ইউনিমার্টে হামলা ও ভাঙচুর
নীরবতা ভাঙুন, গাজার পক্ষে দাঁড়ান

সর্বাধিক পঠিত

গত ১৫ বছরে অনেক চেষ্টা হয়েছে, আমি বিএনপিকে ভাঙতে দেইনি
জাতীয় নির্বাচনে নিষিদ্ধ হচ্ছে পোস্টার
গাজায় নৃশংসতার প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ
অপ্রতিরোধ্য গরু পাচার
খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রি, হাতেনাতে ধরলেন ইউএনও

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close