গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিস্থ আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) ‘নো ওয়ার্ক, নো ক্লাস’ কর্মসূচির আওতায় কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীবৃন্দ পূর্বঘোষিত এই কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে সায়েন্সল্যাব, শাহবাগ হয়ে টিএসসি চত্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রেযওয়ানুল হক। র্যালিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কেকে/এএম