ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতা ও আলেমসমাজ।
সোমবার (৭ এপ্রিল) দুপুরে নগরীর টঙ্গী বাজার, পাগার, শিলমুন চেরাগ আলী, কলেজগেটসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল স্টেশন রোড এলাকায় এসে জড়ো হয়।
এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামুখী অংশে যানচলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হয়।
মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে।
এ সময় বক্তারা বলেন, আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের ওপর গণহত্যা চালাচ্ছে তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মত শহর আজ ধংসস্তূপে পরিণত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এ গণহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করা দাবি জানান তারা। অন্যথায় সারা পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার হুঁশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী অঞ্চলের বিভিন্ন মসজিদের খতিব, আলেম ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ।
কেকে/এএস