আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আর ব্যবহার করা যাবে না পোস্টার। তবে প্রার্থীরা লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার চালাতে পারবেন। সমান সুযোগ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন (ইসি) এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, পোস্টার না রাখার প্রস্তাব সংস্কার কমিশন থেকেই এসেছে। আমরা এটিকে ইতিবাচকভাবে দেখছি। এখন সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়েই প্রচারের পথ তৈরি হবে।
তিনি আরো বলেন, গুজব যাতে ছড়াতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানার পরিমাণ ২০০ থেকে ৫০০ টাকা নয়, আরো বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে। প্রয়োজনে পেনাল কোডও প্রয়োগ করা হবে।
নির্বাচনী আচরণবিধিমালার খসড়ায় বলা হয়েছে, পলিথিন মোড়ানো লিফলেট বা প্লাস্টিকের ব্যানার ব্যবহার নিষিদ্ধ থাকবে। এ ছাড়া ট্রাক, বাস, মোটরসাইকেল বা ট্রেনসহ যে-কোনো যানবাহন ব্যবহার করে শোডাউন, মিছিল বা মশাল নিয়ে জনসভা করা যাবে না। এমনকি মনোনয়নপত্র দাখিলের সময়ও কোনো শোডাউন করা যাবে না।
ইসি সূত্রে জানা গেছে, আচরণবিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত। এখন তা কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এই বিধিমালার লক্ষ্য হলো—সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা।
কেকে/এএম