শিরোনাম: |
ছবি: প্রতিনিধি
লালমনিরহাট আদিতমারী উপজেলায় জেলা উলামা পরিষদের আয়োজনে, দখলদার ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মজলুম গাজা ও রাফাবাসীদের আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা উলামা পরিষদের উদ্দোগে বুড়িরহাট বাজার হতে একটি বিশাল মিছিল বের হয়ে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়ক প্রদক্ষিণ করে থানা চত্বর হয়ে গ্রামীন ব্যাংকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে ফিলিস্তিনির প্রেসিডেন্ট নেতানিয়াহুর কুশপুত্তলিদাহ করে।
এ সময় মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা জয়নুল আবেদিন, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আজাহারুল ইসলাম, বাংলাদেশ মুসাফির কাফেলার আমির মাওলানা আব্দুর রহমান ক্বারীমী, জেলা উলামা পরিষদের সহ-সভাপতি মালানা ফজলুল শাহরিয়া, মাওলানা মাসরুর আবেদিন, জেলা উলামা পরিষদের সাংগঠনিক মুফতী আব্দুস সামাদ কাসেমী, ফতোয়া বিষয়ক সম্পাদক মাওলানা মাহফুজ আবেদিন, উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বকশী প্রমূখ।
এ সময় বক্তরা অবিলম্বে ইসরাইল কর্তৃক নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মুসলমানদের এক হয়ে সবাইকে যুদ্ধ ঝাপিয়ে পড়তে এবং এই গণহত্যা বন্ধে জাতিসংঘেরর প্রতি আহবান জানান। পাশাপাশি ইসরাইল কর্তৃক পন্য সরবরাহ থেকে বিরত থাকতে আহবান জানান।
আলোচনা সভা শেষে নিহত ফিলিস্তিনিদের মাগফিরাত কামনা ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
কেকে/এআর