‘নিজ নিজ অবস্থান থেকে যতটুকু পারি, ইসরাইলকে বয়কট করি’ এই স্লোগানকে সামনে রেখে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ ও দেওয়ালে পোস্টার লাগানোর উদ্যোগ নিয়েছে একদল সচেতন যুবক।
রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা চত্বর ক্লাব এন্ড পাঠাগারের সদস্যরা এ কার্যক্রম শুরু করেন। তারা বাজারের দোকানগুলোতে লিফলেট বিতরণ ও দেওয়ালে পোস্টার লাগিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন।
লিফলেটগুলোতে ইসরায়েলি পণ্যসমূহের তালিকার পাশাপাশি দেশি বিকল্প পণ্যের নামও উল্লেখ করা হয়েছে, যেন মানুষ সহজে বিকল্পটি বেছে নিতে পারে।
ক্লাবের সদস্যরা জানান, আমরা প্রতিনিয়ত এমন কিছু পণ্য ব্যবহার করি, যেগুলোর মুনাফা ইসরায়েলি অর্থনীতিকে মজবুত করে। সেই অর্থই ব্যবহৃত হচ্ছে আমাদের মুসলিম ভাইদের হত্যা করতে। তাই আমরা এসব পণ্য পরিহার করতে চাই।
উপজেলা চত্বর ক্লাব অ্যান্ড পাঠাগারের আহ্বায়ক মিজানুর রহমান বলেন, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যদি একযোগে ইসরায়েলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে। আমরা সরাসরি যুদ্ধে অংশ নিতে না পারলেও, নিজের অবস্থান থেকে বয়কট আন্দোলনে শামিল হয়ে অন্তত প্রতিবাদ জানাতে পারি।
কেকে/এএম