ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে উত্তাল কুমিল্লা ইসরায়েললি আগ্রাসনের প্রতিবাদে কুমিল্লায় কেএফসির আউটলেটে হামলা ও ভাঙচুর করেছে তৌহিদি জনতা।
সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় রানীর বাজার এম আলী টাওয়ার কেএফসির আউটলেটে ভাঙচুর চালানো হয়।
জানা যায়, কুমিল্লার বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তৌহিদি জনতা। একপর্যায়ে সন্ধ্যার দিকে মাগরিবের নামাজ পড়ে কুমিল্লার রানীরবাজার অবস্থিত কেএফসির আউটলেটে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়। পরে তারা সামনের সড়ক অবরোধ করে স্লোগান দেন।
কেএফসির মার্কেটিং হেড মোহাম্মদ মুরাদকে মুঠোফোনে কল দিয়ে এই বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।
কুমিল্লা কেএফসির ম্যানেজার দিদারুল ইসলামকে ফোনে কল দেওয়ার পরে কল ধরেননি। এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কেকে/এএম