গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তাল কিশোরগঞ্জের ইটনা উপজেলা সদর ইউনিয়ন। এতে অংশগ্রহণ করেন সর্বস্তরের তৌহিদী জনতা। এবং এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার(০৭ এপ্রিল) আছরের নামাজের পর ইটনা সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে তৌহিদী মুসলিম জনতা ইসরায়েলি নরপশুদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। এতে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ।
ইসরায়েলে নরপিশাচরা ফিলিস্তিনির গাজায় অসহায় নারী,শিশুদের উপর ধ্বংসযজ্ঞ আক্রমন করেন। এতে হাজার হাজার মানুষ নিহত হয়। এবং গা'জা সহ রাফা শহর ধ্বংসযজ্ঞ মরুভূমিতে পরিনত হয়।
ফলে আশ্রয়হীন হয়ে পরেছে গাজার হাজার হাজার নিরীহ মানুষ। এ ছাড়াও ইসরায়েলী পন্য ভেঙে ও বয়কট করার জন্যে আহ্বান করা হলো।
এছাড়াও বক্তব্য রাখেন ইটনা উপজেলার জামায়াতে ইসলামের আমির হাফেজ মাওলানা আবুল হোসেন,ইটনা উপজেলার জামায়েত ইসলামের সেক্রেটারি এ কে এম নূরুউল্লাহ, ক্বারি মাওলানা আজিজুল হক, মাওলানা শফিকুল ইসলাম সহ স্থানীয় উলামায়ে কেরাম।
উক্ত বক্তৃতায় আলোচনা করেন ইসরায়েলি পন্য বয়কট ও বিশ্বের মুসলিম এক হওয়ার জন্যে আহ্বান করা হলো।
আলোচনা শেষে ফিলিস্তিনি বাসীর জন্যে বিশেষ মোনাজাত করেন মাওলানা শফিকুল ইসলাম।
কেকে/এআর