গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক রংপুর মহানগর সভাপতি মো. সামিউল ইসলাম।
সুন্দরগঞ্জ আদর্শ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মো. সোহান ইসলামের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শিবির সভাপতি মো. ফেরদৌস সরকার রুম্মান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, পৌর আমির একরামুল হক, ছাত্রশিবিরের জেলা বায়তুলমাল সম্পাদক মো. ফাহিম মণ্ডল, স্কুল সম্পাদক মো. সাগর মিয়া প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাথী ও কর্মীরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, ছাত্রশিবির একটি আদর্শবাদী ছাত্র সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রেখে আসছে। ইসলামী আদর্শে গঠিত তরুণ প্রজন্মই পারে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করত। বক্তারা সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরেন এবং উপস্থিত সাথী ও কর্মীদের আগামী দিনে আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
কেকে/এএস