২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে নাটোরের গুরুদাসপুরে উফশী আউশ, গ্রীষ্মকালীন মুগ, তিল, পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ৩৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার প্রমুখ।
জানা যায়, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১ হাজার ৪০০ জনকে ১ বিঘা জমির জন্য উফশী আউশ বীজ ৫ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি, ২৫০ জনকে মুগ বীজ ৫ কেজি, সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি, ৫০ জনকে তিল বীজ ১ কেজি, ডিএসপি সার ১০ কেজি ও এমওপি ৫ কেজি এবং ৬৮০ জন কৃষককে পাট বীজ ১ কেজি, ডিএসপি সার ৫ কেজি ও ৫ কেজি এমওপি বিনামূল্যে বিতরণ করা হয়।
কেকে/এএস