শরীয়তপুরে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে সীমানা দেয়াল ভেঙ্গে বিরোধপূর্ণ জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আজিজ সিকদার ও তার লোকজনের বিরুদ্ধে।
শনিবার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে পালং মডেল থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী শামসুন্নাহার বেগম।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ারিশকৃত সম্পত্তি নিয়ে চন্দ্রপুর গ্রামের করিম সরদারের মেয়ে
শামসুন্নাহার বেগমের সঙ্গে একই এলাকার আজিজ সিকদার ও হাবিব সিকদারের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামল চলমান আছে।
আদালতে মামলা চলমান অবস্থায় ওই জমি গত রোববার (৬ এপ্রিল) রাত ১১টার দিকে ভেক্যু মেশিন দিয়ে পাকা ওয়াল ভেঙে দখলে নেওয়ার চেষ্টা করে আজিজ শিকদার ও তার লোকজন। এ সময় শামসুন্নাহার বেগম বাধা দিলে তাকে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আজিজ সিকদার ও তার ভাই হাবিব সিকদারসহ চারজনের নামে পালং মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শামসুন্নাহার বেগম।
এ বিষয়ে শামসুন্নাহার বেগম বলেন, আমার বাবার বাড়িতে বৃদ্ধ মা এবং আমি থাকি। আজিজ সিকদার ও হাবিব সিকদারদের সাথে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালতে মামলা চলমান অবস্থায় আজিজ সিকদার ও হাবিব সিকদার লোকজন নিয়ে রাতের আঁধারে ভেকু মেশিন আমাদের দেয়াল ভেঙে দিয়ে গাছপালা নষ্ট করে দিয়েছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।
অভিযোগের বিষয়ে হাবিব সিকদার বলেন, আমরা দেয়াল ভাঙিনি। কেউ যদি প্রমাণ দেখাতে পারে যে আমরা দেয়াল ভেঙেছি তাহলে আমাদের বিচার হবে।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, চন্দ্রপুর রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে দেয়াল ভেঙে ফেলার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেকে/এএম