ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে পড়ে বাবা-ছেলেসহ ৭ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্তত ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা জোয়াইড়ের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার শিয়ালকান্দি গ্রামের জোয়াত সরদার (৭০), তার সন্তান ইমন সরদার (২২), তালমা গ্রামের ভারতী সরকার (৪০), দীপা খান (৩৪), লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকির পাড়া গ্রামের আজিবর শেখ (৪৫) ও চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ এলাকার আলম শেখ (৪৫)। বাকি নিহত শিশুটির পরিচয় মেলেনি।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ ঘটনায় নিহতদের পরিবারের নিকট তাদের দাফনের জন্য ফরিদপুর জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ১ লাখ ৭৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এ দুর্ঘটনার তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই সঙ্গে নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
পুলিশ ও স্থানীয়রা জানান, মুকসুদপুর থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসছিল ফারাবি পরিবহন নামে একটি লোকাল বাস। বাসটি বাখুন্ডার জোয়াইড়ের মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ৫ জন মারা যায়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, বাসে থাকা অন্তত ৪০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস যৌথভাবে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বলেন, সব আহতদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সাংবাদিকদের বলেন, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের নিকট তাদের দাফনের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। নিহতদের ক্ষতিপূরণ তো কেউ কখনও দিতে পারে না। তবে তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াবো। আর এ দুর্ঘটনার তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি।
কেকে/এএস