শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: হরিয়ানায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ      স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা      রাজউকের মোবাইল কোর্টে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা      একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান      আলোচনায় সন্তুষ্ট নই, কঠোর আন্দোলনের ডাক আসবে      বরিশাল সিটিতে হাতপাখার প্রার্থীকে মেয়র ঘোষণা করতে মামলা      রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে: আলী রীয়াজ      
গ্রামবাংলা
গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১০:০৬ এএম  (ভিজিটর : ১১১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের একতা বাজার এলাকায় এ কর্মসূচির আয়োজন করে স্বিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগার।

বিক্ষোভ মিছিলটি একতা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। এতে এলাকার ধর্মপ্রাণ মুসলমান, তরুণ সমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

স্বিরাতুল মুস্তাকিম ইসলামী পাঠাগারের সভাপতি শাহিন সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু ইউসুফ, মমিনুল ইসলাম, সেক্রেটারি আব্দুল আজিজসহ অন্যরা।

বক্তারা বলেন, ‘গাজায় যে নিষ্ঠুর গণহত্যা চলছে, তা সভ্যতাকে লজ্জিত করে। নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর বোমাবর্ষণ, খাদ্য ও ওষুধের সরবরাহ বন্ধ করে দেওয়া এবং হাসপাতাল ধ্বংস করাসহ ইসরায়েলের প্রতিটি পদক্ষেপ মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই নিপীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের এখনই সোচ্চার হওয়া উচিত। জাতিসংঘ, ওআইসি এমনকি মুসলিমপ্রধান দেশগুলোর কার্যকর ভুমিকা না থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে।’

তারা আরো বলেন, ‘বাংলাদেশের জনগণ সবসময় নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে আছে এবং থাকবে। আমাদের এই প্রতিবাদ শুধুই আনুষ্ঠানিকতা নয়— এটি একটি আন্তর্জাতিক বার্তা যে, আমরা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে। ফিলিস্তিনের স্বাধীনতা অর্জিত না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে।’

সমাবেশ শেষে প্রজেক্টরের মাধ্যমে ফিলিস্তিনের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যার নানা প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। এতে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন। ডকুমেন্টারিতে নির্যাতনের বাস্তবচিত্র দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন এবং ফিলিস্তিনের জন্য দোয়া করেন।

ডকুমেন্টারি প্রদর্শনের আগে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
ভারতে অনুপ্রবেশ কালে বকশীগঞ্জে দুই বাংলাদেশী যুবক আটক
মতলব উত্তরে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ আটক ১
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬

সর্বাধিক পঠিত

পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেফতার
ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আবু আবিদ
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close