রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার      বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ      মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথা মনে করিয়ে দেয়      ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি      ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল      কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু      বাংলাদেশের বুকে যেন ‘একখণ্ড ফিলিস্তিন’      
আন্তর্জাতিক
ট্রাম্পকে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ এএম  (ভিজিটর : ১০৫)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই বসন্তের শেষের দিকে সৌদিতে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে মঙ্গলবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। 

বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়েও আলোচনা করবেন বলে রয়টার্সকে সূত্রটি জানিয়েছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে এই সফরটি নির্ধারিত হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপ বাজারকে বিপর্যস্ত করেছে এবং সৌদি আরবের প্রধান রপ্তানি তেলের দাম কমাতে পারে এমন বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।

একটি সরকারি সূত্র প্রিন্স ফয়সালের ওয়াশিংটনে আগমনের বিষয়টি নিশ্চিত করলেও সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

এতে আরও বলা হয়, প্রিন্স ফয়সাল বুধবার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। তবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করার জন্য মে মাসের প্রথম দিকে সৌদি আরব সফর করার পরিকল্পনা করছেন। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও সফরের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০১৭ সালে তার প্রথম মেয়াদে সৌদি আরব সফর করেন তিনি।

এ দিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা, উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  সৌদি পররাষ্ট্রমন্ত্রী   ট্রাম্পকে আমন্ত্রণ   প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কেরানীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়
বেগম জিয়া যখন সুস্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটিও তখন সুস্থ: সাইফুল ইসলাম
চবি শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদ, প্রকৃত অপরাধীদের শাস্তি দাবি

সর্বাধিক পঠিত

দালালি নয়, সাংবাদিকতা চাই
নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close