হাসাইল মৎস্য আড়তে অভিযান, ৪০ কেজি জাটকা জব্দ
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ পিএম আপডেট: ০৯.০৪.২০২৫ ১:০৪ পিএম (ভিজিটর : ২৮৭)

ছবি: প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে প্রশাসন। পরে জব্দকৃত জাটকা হাসাইল মাদ্রাসায় বিতরণ করা হয়।
বুধবার (৯ এপ্রিল) সকাল ৭টায় হাসাইল মাছ ঘাটে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্দ্যোগে এ অভিযান পরিচালনা করেন টঙ্গীবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা।
অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন টঙ্গীবাড়ী থানা পুলিশ।
মৎস্য কর্মকর্তা মোসাম্মত নিগার সুলতানা বলেন, ইলিশ রক্ষার্থে আমরা দিঘিরপাড় ও হাসাইল মৎস্য আড়ৎ ছাড়াও বিভিন্ন বাজারে খোঁজ খবর নিচ্ছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
কেকে/এএস