ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুরের সাবেক বিজেপি সাংসদ অর্জুন সিং ও স্থানীয় বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডের বিরুদ্ধে রামনবমী শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা বহনের অভিযোগে ভাটপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম ইচিনি এ অভিযোগ করেন।
গত রোববার ভাটপাড়ার আর্য সমাজ মোড় থেকে মাদ্রাল হনুমান মন্দির পর্যন্ত রামনবমী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অর্জুন সিং ডান হাতে গেরুয়া পতাকা ও বাম হাতে ভারতের জাতীয় পতাকা ও ইসরায়েলের পতাকা বহন করছেন। শোভাযাত্রায় আরও বেশ কিছু ইসরায়েলি পতাকা দেখা গেছে বলে দাবি করা হয়।
সোমনাথ শ্যাম তার অভিযোগপত্রে উল্লেখ করেন, "এক ধর্মীয় শোভাযাত্রায় ইসরায়েলের পতাকা প্রদর্শন করে বিজেপি নেতারা সুপরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের ধর্মীয় সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন।" তিনি এ ঘটনাকে "সাজানো ষড়যন্ত্র" আখ্যা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলোচনায় সোমনাথ শ্যাম বলেন, "অর্জুন সিং সব সময় অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেন। রামনবমী শোভাযাত্রায় অন্য দেশের পতাকা দেখানোর মাধ্যমে তিনি কী বার্তা দিতে চান? আজ ইসরায়েলের পতাকা, কাল অন্য কোনো দেশের পতাকা দেখাবেন? এটি বাংলার সংস্কৃতিকে আঘাত করার ষড়যন্ত্র।"
তিনি প্রশ্ন তোলেন, "অর্জুন চাইলে তার বাড়িতে ইসরায়েলের পতাকা লাগাতে পারতেন, কিন্তু শোভাযাত্রায় এটি প্রদর্শনের উদ্দেশ্য কী?" অভিযোগপত্রে এ ঘটনাকে "সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির প্রয়াস" বলে উল্লেখ করে দ্রুত এফআইআর দাখিল ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
এখন পর্যন্ত অর্জুন সিং বা বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা রাজ্যে বিজেপি-তৃণমূলের মধ্যে উত্তপ্ত বিতর্কের সূত্রপাত করতে পারে। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানানো হয়েছে।
কেকে/এআর