শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: হরিয়ানায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ      স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা      রাজউকের মোবাইল কোর্টে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা      একাত্তরে গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান      আলোচনায় সন্তুষ্ট নই, কঠোর আন্দোলনের ডাক আসবে      বরিশাল সিটিতে হাতপাখার প্রার্থীকে মেয়র ঘোষণা করতে মামলা      রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে: আলী রীয়াজ      
গ্রামবাংলা
আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তায় অভিযোগে মানববন্ধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ২:০১ পিএম  (ভিজিটর : ৩৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের উত্যক্ত ও হেনস্তার করার প্রতিবাদে সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, দিলীপ কুমার মন্ডল ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সাম্প্রতিক সময়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবসরে গেলে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।

তিনি সহকারী শিক্ষক থাকাকালীন বিদ্যালয়ের ছাত্রীদের নানা ভাবে উত্যক্ত ও হয়রানী করতেন বলে ছাত্রীরা অভিযোগ করেন। এ দিকে ছাত্রীদের উত্যক্ত ও হেনস্তার করার একাধিক অভিযোগ আছে।

নওগাঁ জেলা প্রশাসক, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর দাখিল করেও কোন প্রতিকার না পাওয়ায় অবশেষে মঙ্গলবার (৮ এপ্রিল) তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

ভুক্তভোগী ১০ম শ্রেনীর শিক্ষার্থী কামরুন্নাহার, তানজিমা, তাসফিয়া, নূরে জান্নাত ও ফারহানা ইয়াসমিন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার মন্ডল বিভিন্ন সময় আমাদের গায়ে হাত দেন, ওড়না ধরে টানেন এবং যৌন হয়রানীর জন্য অশালীন প্রস্তাব দেন। এমন শিক্ষককে আমরা প্রধান শিক্ষক হিসেবে দেখতে চাই না।

স্থানীয়দের মধ্যে মানববন্ধনে বক্তব্য রাখেন, মো. আকরাম হোসেন, মো. আনোয়ার হোসেন তরফদার, ছাত্রী অভিভাবক মো. ওহিদুর রহমান, তারা বলেন আমরা চরিত্রহীন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ ও শাস্তির দাবি জানাচ্ছি।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী দিলীপ কুমার মন্ডল এ ব্যাপারে বলেন, বিষয়টি পুরোটাই মিথ্যা অপবাদ এবং সাজানো ঘটনা। এটা আমার চরিত্র ও পেশাগত জীবনের বিরুদ্ধে ষড়যন্ত্র।

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি দরখাস্ত এসেছে। তিনি বর্তমানে নেই, আসলে ব্যবস্থা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন বলেন, আমার নিকট অভিযোগ এসেছে। তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে দায়িত্ব দিয়েছি। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মো.লুৎফর রহমান, মো. মহসিন আলী বাদল, মো.খোরশেদ আলম, মো.মামনুর (আনোয়ার), মো.সিদ্দিকুর রহমান, ফিরোজ হোসেন, মো.মুকুল হোসেন, ছাত্রছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
ভারতে অনুপ্রবেশ কালে বকশীগঞ্জে দুই বাংলাদেশী যুবক আটক
মতলব উত্তরে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ আটক ১
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬

সর্বাধিক পঠিত

পর্নোগ্রাফি মামলায় আ.লীগ নেতার ছেলে গ্রেফতার
ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পেলেন আবু আবিদ
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
ঈশ্বরগঞ্জে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close