গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে কামরুজ্জামান জীবন (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ এপ্রিল) রাত ৩টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া আলম মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককৃতরা হলেন, শামসুদ্দিন (৩২), পলাশ (৩০) ও রনি (২২)। আটককৃতরা দত্তপাড়া এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তি হলেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কামরুজ্জামান জীবন।
পুলিশ জানায়, ভোর রাতে শামসুদ্দিন ও সুজন মোবাইল ফোনে জীবনকে ডেকে নিয়ে সাহাজ উদ্দিন সরকার স্কুলের সামনে নিয়ে যায়। পরে সেখানে মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে বিরোধের সৃ্ষ্টি হয়। একপর্যায়ে সুজন ধারালো ছুরি দিয়ে জীবনের পায়ে আঘাত করলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে আলম মার্কেট এলাকায় এসে সড়কে পড়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীর শহিদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
কেকে/এএস