বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (৯ এপ্রিল) সকালে বান্দরবান পৌর এলাকার শহিদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে সমবেত হয়।
পরে বান্দরবান পৌর বিএনপির নেতা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার।
এ সময় সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে সারা দেশেরমতো বান্দরবানেও বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ জনগণকে কষ্ট দিয়েছে। রাজনীতির নাম করে তারা বান্দরবানে বিভিন্ন অনিয়ম আর দুর্নীতি করে অঢেল সম্পদ গড়েছে। এ সময় বক্তারা দুর্নীতিগ্রস্ত আওয়ামী নেতাকর্মীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় এবং সম্প্রতি জেলা সদরের কালাঘাটা ৩নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলাকারী আওয়ামী নেতাকর্মীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
এ সময় বিএনপি নেতা আবিদুর রহমান, রিটল কান্তি বিশ্বাস, শাহাদাত হোসেন জনি, সরওয়ার জামান, চনুমং মারমা, আইয়ুব খান, সেলিম রেজা, মো. শফি উল্লাহ শফি বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে বান্দরবান পৌর এলাকার কালাঘাটা বিএনপির কার্যালয়ে প্রবেশ করে তালা ভেঙে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা, আর এ ঘটনার পরপরই বিএনপির নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে আবেদন জানান।
কেকে/এএস