ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার আঠারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূঁইয়া মাসুমকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ছাত্রলীগ নেতা মাসুমকে আটকের পর ঈশ্বরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ছাত্রলীগ নেতা মাসুম আঠারবাড়ি ইউনিয়নের গলকুন্ডা গ্রামের জাহেদুল ইসলাম ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ আগষ্ট ছাত্রলীগ নেতা মাসুম ঈশ্বরগঞ্জ পৌর এলাকায় দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনায় জড়িত ছিল।
ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) কমল সরকার (৮ নভেম্বর) শুক্রবার বাদী হয়ে সেই ঘটনায় ছাত্রলীগ নেতা মাসুমের নামে মামলায় দায়ের করে। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতার ছাত্রলীগ নেতা মাসুমের পরিবার সূত্রে জানা গেছে, মাসুম চলতি মাসের ২২ তারিখে ময়মনসিংহের মোমেনশাহী ‘ল’ কলেজের এলএলবি প্রথম বর্ষের পরীক্ষার্থী। এতে মাসুমের এলএলবি পরীক্ষা নিয়ে শঙ্কায় পরিবার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর বাংলাদেশ সেনাবাহিনী। সারাদেশে চলছে তাদের অভিযান। এরই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার-কেন্দুয়া আঞ্চলিক মহাসড়কে চেক পোস্ট বসায় গৌরীপুর-ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম। সেখানে চেক পোস্ট চলাকালীন সময়ে ছাত্রলীগের আঠারবাড়ি ইউনিয়নের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম ভূঁইয়া মাসুমকে আটক করা হয়। ওই সময় তার হাতে থাকা মুঠোফোন জব্দ করে গুরুত্বপূর্ণ তথ্য পায় সেনাবাহিনী। তথ্যে দেখা যায়, গেল ৩ নভেম্বর আন্দোলন করতে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে এমন একটি ম্যাসেজ বিভিন্ন নেতৃবৃন্দকে দেয় মাসুম। পরে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে এমন আশঙ্কায় তাকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুমকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, মাজেদুল ইসলাম ভূঁইয়া মাসুমকে গতকাল সন্ধ্যা ৭টায় সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এ বিষয়ে অন্যান্য আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কেকে/এজে