সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি আব্দুল বারী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদারতা দিয়ে মানুষের মন জয় করতে বলেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের স্বচ্ছতার ভিত্তিতে মনোনয়ন দেবেন বলেও উল্লেখ করেছেন।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় কালাই উপজেলা মডেল মসজিদের হলরুমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে উপজেলার নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমার কাজ, কর্ম ও যোগ্যতা অনুযায়ী আমাকে যদি জয়পুরহাট-২ আসনের দলীয় মনোনয়ন দেওয়া হয় এবং ভোটাররা আমাকে যদি নির্বাচিত করে তাহলে কৃষকগোষ্ঠীর মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, যুবসম্প্রদায়ের জন্য কর্মসংস্থান সৃষ্টিসহ মানব কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাব । যোগ্যতার মাপকাঠিতে দলীয় মনোনয়ন দিবেন বলে আশা তার।
মতবিনিময় সভায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা এবং জুলাই- আগষ্টের সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি ।
কেন্দ্রীয় যুবদলের ত্রান ও পুনর্বাসন সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় কালাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মৌদুদ আলম সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সচিব আব্দুল বারীর সহধর্মিনী নাজমা আরা বেগম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান সোহেল, আহমেদাবাদ ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, উদয়পুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, বিএনপি নেতা আমিনুল ইসলাম, সাবেক যুবদল নেতা ফিরোজ কবির, কালাই উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর, কালাই উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
সাবেক সচিব ও ঢাকা জেলার সাবেক ডিসি আব্দুল বারী আগামী সংসদ নির্বাচনে বিএনপির দলীয় সংসদ পার্থী হিসেবে ঘোষণা করেন। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের কৃতি সন্তান।
কেকে/ এমএস