রবিবার, ১৩ এপ্রিল ২০২৫,
৩০ চৈত্র ১৪৩১
বাংলা English

রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
শিরোনাম: রাশিয়ান ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম      ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার      বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে: শায়খ আহমাদুল্লাহ      মেঘনা আলমের দন্ডাদেশে ফ্যাসিবাদী জমানার কথা মনে করিয়ে দেয়      ফিলিস্তিনিদের পাশে থাকার অঙ্গীকারে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি      ভারত থেকে এলো ৩৬ হাজার টন চাল      কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু      
আন্তর্জাতিক
ইসরায়েলে ছোড়া ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১১:৩১ এএম  (ভিজিটর : ১৫৯)
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে গিয়ে আঘাত হেনেছে। ইসরায়েলের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্রটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছিল বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

আনাদোলু বলছে, ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র সৌদি আরবে পড়েছে।

ইসরায়েলের সরকারি সম্প্রচার কর্তৃপক্ষ কেএএন জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এবং পরে সেটি সৌদি আরবে আঘাত হানে। তবে, এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

পৃথক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র- যা সম্ভবত ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল- কিছুক্ষণ আগে সৌদি আরবে গিয়ে পড়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে। কিন্তু, ইসরায়েলে এই ঘটনায় কোনো সতর্কতামূলক সাইরেন বাজানো হয়নি। কারণ ক্ষেপণাস্ত্রটি সেখানে কোনও হুমকি তৈরি করেনি।

সৌদি আরবের কর্মকর্তারা বা ইয়েমেনের ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হুতিদের কেউই এই প্রতিবেদনের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

মূলত, হুতিরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং নিজেদেরকে দেশের সরকারি সশস্ত্র বাহিনী হিসেবে উপস্থাপন করে থাকে। ২০২৩ সাল থেকে হুতিরা লোহিত সাগরে এবং তার আশপাশে বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েলি সরকারকে চাপ দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা চালানো হচ্ছে বলেও ইতোপূর্বে জানিয়েছে তারা।

তবে, চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং সেই সময় থেকে লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয় হুতিরা। কিন্তু, ফিলিস্তিনের অবরুদ্ধ ওই ভূখণ্ডে মানবিক সহায়তার প্রবেশে ইসরায়েলের অবরোধ ও পরে আগ্রাসন পুনরায় শুরুর জবাবে গত মার্চ মাস থেকে ইসরায়েলে পুনরায় হামলা শুরু করে গোষ্ঠীটি।

টাইমস অব ইসরায়েল বলছে, গত ১৮ মার্চ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েলে ১৮টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন নিক্ষেপ করেছে।

এর মধ্যে ১০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে হুমকি সৃষ্টি করেছিল এবং দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছিল। এছাড়া ইয়েমেনের হুতিরা বুধবার ইসরায়েলে আরও একটি ড্রোন নিক্ষেপ করার দাবি করেছে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  ইসরায়েল   হুতি বিদ্রোহী   ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র   সৌদি আরব  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাশিয়ান ক্ষেপণাস্ত্রে উড়ে গেল ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম
কেরানীগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
প্রশাসনের বাতিল করা বিটি মাঠেই বৈশাখী মেলা: গয়েশ্বর চন্দ্র রায়
বেগম জিয়া যখন সুস্থ বাংলাদেশ নামক রাষ্ট্রটিও তখন সুস্থ: সাইফুল ইসলাম

সর্বাধিক পঠিত

দালালি নয়, সাংবাদিকতা চাই
নিজ ক্যাম্পাসে ভাড়ায় স্টল, সমালোচনায় ‘না’ বললেন শাবিপ্রবি প্রক্টর
বাউফলে দুই গ্রুপের সংঘর্ষে সেনা সদস্যসহ আহত ১৪
বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারের সদস্যদের মারধর, আটক ২
ভাঙা সড়কে ভোগান্তিতে রূপসদী-ভেলানগরের লাখো মানুষ

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close