বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একজন ছিনতাইকারীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়জিত পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপাচার্য বাসভবনের সংলগ্ন নদীর পাড়ে দেড় হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির পুলিশ ক্যাম্পে দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান।
আটককৃত ব্যক্তির পরিচয় জানা গেছে—তিনি কেওয়াটখালী আইলসে মোড়ের মৃত নুর ইসলাম-এর ছেলে রুমান (২০)। এই ঘটনায় আরও তিনজন ছিনতাইকারী পালিয়ে যায়। তারা হলো—একই এলাকার মো. মহিদুল (২০), মো. রাকিব (২০) এবং মো. সামি (১৯)।
মিজানুর রহমান জানান, শিক্ষার্থীদের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করতে সক্ষম হই। বাকিরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীর কাছ থেকে ছিনতাইকৃত অর্থ এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।
এছাড়াও তাকে ময়মনসিংহের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। বাকিদের ধরার জন্য অভিযান চলছে। খুব শিগগিরই তাদের আটক করব।
কেকে/এএস