সারা দেশের ন্যায় ঝালকাঠির কাঁঠালিয়াতেও কঠোর নিরাপত্তা আর নজরদারিতে বাংলা প্রথমপত্র দিয়ে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
বৃহস্পতিবার ( ১০ এপ্রিল) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১৩ মে। ব্যবহারিক পরীক্ষা হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
এ বছর কাঁঠালিয়ায় ৬টি কেন্দ্রে এসএসসি, দাখিল, কারিগারি ও ভোকেশনালের মোট ১ হাজার ৯৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
আজ সকালে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জরিহুল ইসলাম উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করে সাংবাদিকদের জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্পেশাল ভিজিল্যান্স টিম কেন্দ্র পরিদর্শনের দায়িত্ব পালন করছে।
এ সময় শিক্ষকসহ সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় দায়িত্ব পালনে কঠোর নির্দেশ দেন নির্বাহী অফিসার জহিরুল ইসলাম। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ চলছে।
কেকে/এএস