গাজীপুর সাফারি পার্কের ৬ কর্মকর্তা ও কর্মচারীকে অন্যত্র বদলি করেছে বনবিভাগ।
বুধবার রাত ৯টায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর খোলা কাগজকে এ তথ্য নিশ্চিত করেন।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন, সাফারি পার্কের ওয়াইল্ডলাইফ সুপারভাইজার আনিসুর রহমান ও ফরেস্টার হারুনুর রশিদ । তাদের মধ্যে আনিসুর রহমানকে রাজশাহী ও হারুনুর রশিদকে চট্টগ্রাম বন বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া পার্কের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মামুনকে ক্রাইম কন্ট্রোল ইউনিটে বদলি করা হয়েছে। বদলি হওয়া বাকিদের তথ্য জানা সম্ভব হয়নি।
বদলির ঘটনা সঠিক বলে তিনি আরো বলেন, এই বদলি আজকের অভিযানে স্যারের সাফারি পার্কে যাওয়ার সঙ্গে সম্পর্কিত না। যারা আগে সাফারি পার্কে ১০ বছর ১২ বছর বা ১৫ বছর একই স্টেশনে ছিল, এই ভাবে বিবেচনা করে তাদের কয়েকজনকে আগেই বদলি আদেশ জারি করা হয়েছে। মোট ছয়জনকে বদলি করা হয়েছে।
তিনি জানান, এসব বিষয়ে বিস্তারিত বলতে পারবেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ঢাকা এর বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। শারমীন আক্তারকে একাধিকবার ফোন দিলে তিনি তা ধরেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত ২৩ মার্চ গাজীপুর সাফারি পার্কের ভেতর থেকে লোহার জাল কেটে তিনটি লেমুর চুরি হয়। এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন পার্ক কর্তৃপক্ষ। বুধবার দুপুরে সাফারি পার্ক পরিদর্শনে আসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও বন বিভাগের কর্মকর্তারা।
কেকে/এএস