অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে তৎপরতা বেড়েছে, আরো বাড়বে। রাস্তা থেকে অনেকে আমাকে বলছে আপনারা আরো ৫ বছর থাকেন।’
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ সফরে এসে শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত কোনো সাঁড়া দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারতের সাথে আমাদের একটা চুক্তি আছে ক্রিমিনালদের ফেরত পাঠানোর ব্যাপারে। এই চুক্তির মাধ্যমে হয়তো তাকে ফেরত আনা হবে। তবে ভারতের সাথে আমাদের সংঘাতের কোনো আশংকা নেই।’
তিনি বলেন, যারা অপরাধ কর্মকান্ডে জড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। ভবিষ্যতেও যদি কেউ অপরাধ কর্মকান্ডে জড়ায় তাদেরও আইনের আওতায় আনা হবে। আমাদের কিছু আগ্নেয়াস্ত্র লুট হয়েছিল। সেসব উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। সেগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরো উন্নতি হবে। সেজন্য স্থানীয় জনগণকেও কাজ করতে হবে।'
তিনি বলেন, ‘সুনামগঞ্জে অনেক পতিত জমি রয়েছে। এসব জমিকে কাজে লাগাতে হবে। কৃষির উন্নয়নে ৫'শ কোটি টাকার প্রকল্প গ্রহন করা হচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খাঁন মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সুকান্ত সাহা প্রমূখ।
কেকে/ এমএস