শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
শিরোনাম: কাফনের কাপড় পরে গণমিছিল কারিগরি শিক্ষার্থীদের      সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া      টালমাটাল নিত্যপণ্যের বাজার      ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩৮      হাইব্রিডে অতিষ্ঠ বিএনপি      রফতানি ঝুঁকিতে বাংলাদেশ      হরিয়ানায় ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ      
গ্রামবাংলা
ননদের স্বামীর বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ
এআই দিয়ে তৈরি আপত্তিকর ভুয়া ভিডিও, নববধূর আত্মহত্যা
নিয়াজ আহমেদ সিপন, লালমনিরহাট
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৫:১৯ পিএম  (ভিজিটর : ৮৩)
নববধূ সুলতানা পারভিন সোহা। ছবি : প্রতিনিধি

নববধূ সুলতানা পারভিন সোহা। ছবি : প্রতিনিধি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা এক আপত্তিকর ভুয়া ভিডিওর জেরে লালমনিরহাটের আদিতমারীতে সুলতানা পারভিন সোহা (২০) নামে এক নববধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে সুলতানার পরিবার আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মৃত সুলতানা পারভিন সোহা আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সিদ্দিক আলীর মেয়ে। প্রায় ১০ মাস আগে একই এলাকার জাপান প্রবাসী আশরাফুল ইসলাম অনিকের সাথে তার বিয়ে হয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর স্বামী অনিক জাপানে অবস্থান করলেও সুলতানা পারভিন দেশেই ছিলেন। অনিক তার স্ত্রীকে জাপানে নিয়ে যাওয়ার জন্য ভিসার প্রক্রিয়াও সম্পন্ন করেছিলেন। কিন্তু এর মধ্যেই এআই ব্যবহার করে তৈরি একটি আপত্তিকর ভুয়া ভিডিও সুলতানার জীবনে বিপর্যয় ডেকে আনে। গত ৬ এপ্রিল নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি। 

অভিযোগ উঠেছে, সুলতানার ননদের স্বামী (অনিকের বোন জামাই) পর্তুগাল প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুল এই বিয়ে মেনে নিতে পারেননি। তিনিই পরিকল্পিতভাবে এআই ব্যবহার করে সুলতানার ছবি দিয়ে আপত্তিকর ভিডিওটি তৈরি করেন এবং একটি ভুয়া ফেসবুক আইডি থেকে সেটি ছড়িয়ে দেন। ভিডিওটি প্রথমে সুলতানাকে এবং পরে তার স্বামী অনিককেও পাঠানো হয়। 

এই ভুয়া ভিডিওর কারণে নবদম্পতির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয় এবং সুলতানা মানসিক চাপের শিকার হন বলে পরিবারের অভিযোগ। পরবর্তীতে ভিডিওটি ভুয়া এবং এর পেছনে নাহিন শেখের সম্পৃক্ততার বিষয়টি জানা গেলেও ততদিনে অনেক দেরি হয়ে যায়। আত্মহত্যার আগে সুলতানা তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট রেখে গেছেন, যেখানে তিনি নাহিন শেখকে দায়ী করে ন্যায়বিচারের আর্জি জানিয়েছেন। 

সুলতানার মা ফিরোজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার মেয়েকে ওরা শেষ করে দিয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।’ 

সুলতানার ভাই আলিমুল ইসলাম (নৌবাহিনীর কোস্টগার্ড সদস্য) বলেন, ‘ভিডিওটি পাওয়ার পর আমার বোন মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমরা ওকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা হলো না। সকলের অগোচরে সে এমন সিদ্ধান্ত নিলো। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

জাপান থেকে ভিডিও কলে স্বামী আশরাফুল ইসলাম অনিক সাংবাদিকদের বলেন, ‘আমি সোহাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তাকে জাপানে আনার সব ব্যবস্থাও প্রায় চূড়ান্ত ছিল। কিন্তু আমার বোন জামাই নাহিন এই বিয়ে মেনে না নেওয়ায় পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। আমি এর আইনি প্রতিকার চাই, বিচার চাই।’

অভিযুক্ত পর্তুগাল প্রবাসী মোহাম্মদ নাহিন শেখ ওরফে মৃদুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আকবর জানান, ‘এ ঘটনায় প্রথমে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছিল। বৃহস্পতিবার মৃতের পরিবার আত্মহত্যার প্ররোচনার একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  এআই   আপত্তিকর   ভুয়া ভিডিও   নববধূর আত্মহত্যা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

কাফনের কাপড় পরে গণমিছিল কারিগরি শিক্ষার্থীদের
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন পুলিশের আত্মহত্যা
বিয়ানীবাজারে গ্রামীণ রাজনীতিতে সরব বিএনপি-জামায়াত
সন্ত্রাসী তালিকা থেকে তালেবানকে বাদ দিল রাশিয়া
ধামইরহাটে গ্রিন ভয়েসের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে র‌্যালি অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

ভূঞাপুরে প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগে কেন্দ্র সচিবসহ আটক ৬
৫০ বছরের পুরনো পন্টুন নিয়ে গেছে বিআইডব্লিউটিএ
কোলের সন্তান বিক্রি করে অলংকার, মোবাইল কিনলেন মা
মতলব উত্তরে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ আটক ১
সালথায় ২৫ মামলার আসামি মাসুদসহ ডাকাত দলের ৫ সদস্য আটক

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close