ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়ন চারদ্দর বিল এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত ৬টি এক্সকেভেটর (ভেকু) জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভেকুচালক ও মাটি কাটা চক্রের সদস্যরা পালিয়ে যায়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এসব ভেকু জব্দ করেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানটি পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক।
উপজেলা প্রশাসন জানায়, প্রায় ১৫ একর জায়গাজুড়ে অবৈধভাবে কৃষিজমির মাটি কেটে নিচ্ছে একটি চক্র। চলমান এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপজেলা পরিষদে ফেরার পথে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীকের চোখে পড়ে ভূমি দস্যুদের মাটি লুটপাটের দৃশ্য।
এ সময় মাটি কাটার চক্রকে হাতেনাতে ধরতে ছুটে যান তিনি। কিন্ত দূর থেকে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত অপরাধীরা ও ভেকুর ড্রাইভারসহ লোকজন পালিয়ে যায়। এ সময় ৬টি ভেকু জব্দ করে উপজেলা প্রশাসন।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামনুন আহমেদ অনীক গণমাধ্যমকর্মীদের জানান, ধামরাই উপজেলা প্রশাসন কৃষি জমি রক্ষার্থে সব সময় সচেষ্ট রয়েছে। কৃষিজমি রক্ষার্থে এলাকাবাসীর সচেতনতা প্রয়োজন। ইতঃপূর্বেও প্রশাসন অসংখ্যবার এমন অভিযান পরিচালনা করেছে। কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে
কেকে/এএস